অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
ভারতকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন বাংলাদেশ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা দ্বিতীয় শিরোপা জিতল বাংলাদেশ। রোববার টুর্নামেন্টের শক্তিশালী প্রতিপক্ষ ভারতকে ৫৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা নিশ্চিত করে টাইগার যুবারা।
১৯৮৯ সালে প্রথম শুরু হয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেই আসরের আয়োজক ছিল বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সেই আসরের ফাইনালে শ্রীলংকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
প্রথম আসর সহ টানা পাঁচ আসরে একক আধিপত্য বিস্তার করে চ্যাম্পিয়ন হয় ভারত। অবশ্য ২০১২ সালে তৃতীয় আসরে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।
এরপর পাকিস্তান দুইদফা ফাইনালে উঠলেও ২০১৩ সালে ভারত আ ২০১৭ সালে আফগানিস্তানর বিপক্ষে ফাইনালে হেরে রানার্সআপ হয়।
যুব এশিয়া কাপের ১১ আসরের মধ্যে ভারত সর্বোচ্চ ৮ আসরের চ্যাম্পিয়ন। ২০১৭ সালে চ্যাম্পিয়ন হয় আফগানিস্তান। আর ২০১৩ সালের পর এবারও চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
তবে যুব এশিয়া কাপের সবশেষ চার আসরের মধ্যে দুইবার শিরোপা জিতে বাংলাদেশ। আর ২০১৯ সালে শ্রীলংকায় অনুষ্ঠত আসরে ভারতের বিপক্ষে হেরে রানার্সআপ হয় আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ।
গত বছরের ১৭ ডিসেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবার শিরোপা জিতে নেয় মাহফুজুর রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ।
আজ ৮ ডিসেম্বর দুবাইয়ের সেই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতকে ৫৯ রানে হারিয়ে ফের চ্যাম্পিয়ন হলো আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ যুব দল।
সবুজদেশ/এসইউ