ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে : পররাষ্ট্র উপদেষ্টা

সবুজদেশ ডেস্ক:

ছবি সংগৃহীত-

 

ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা প্রচারণা চালিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তাই তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। যা খুবই আনফেয়ার।

তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত। যা দুদেশের কারও জন্য সুখকর হবে না।

মো. তৌহিদ হোসেন বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি। তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার। এ সময় সিপিডি দেশের সত্য চিত্র তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর খুব অল্প সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছিল। সেই সময় পুলিশ কাজ করছিল না। ছাত্ররা ট্রাফিকের কাজ সামলাচ্ছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সবুজদেশ/এসইউ

About Author Information
আপডেট সময় : ০৭:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪
১৫ Time View

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে : পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৭:০৫:০০ অপরাহ্ন, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪

 

ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যা প্রচারণা চালিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে জঙ্গিরাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রোববার (১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছরের যাত্রা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয় গণমাধ্যমগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তাই তারা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানোর চেষ্টা চালাচ্ছে। যা খুবই আনফেয়ার।

তিনি বলেন, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত। যা দুদেশের কারও জন্য সুখকর হবে না।

মো. তৌহিদ হোসেন বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি। তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার। এ সময় সিপিডি দেশের সত্য চিত্র তুলে ধরতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পর খুব অল্প সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছিল। সেই সময় পুলিশ কাজ করছিল না। ছাত্ররা ট্রাফিকের কাজ সামলাচ্ছিল। পরে ধীরে ধীরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সবুজদেশ/এসইউ