ভারতীয় পত্রিকার খবরেই সিরিজ বাতিল করে নিউজিল্যান্ড
সবুজদেশ ডেস্কঃ
উগ্রবাদী হামলা হতে পারে- এমন আশঙ্কায় পাকিস্তানে সিরিজ বাতিল করেছে নিউজিল্যান্ড। এর পেছনে বড় কারণ ভারতীয় মিডিয়া। সেখানকার সংবাদমাধ্যমে নাকি আগেই সতর্ক করা হয়েছিল নিউজিল্যান্ডকে।
পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল লিখেছে, ভারতের সংবাদপত্র দ্য সানডে গার্ডিয়ান গত মাসেই হামলার আশঙ্কার কথা বলে।
ভারতের দ্য সানডে গার্ডিয়ান লিখেছিল, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সাবেক মুখপাত্র এহসানউল্লাহ এহসান বলেন, আইএসের (উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট) পাকিস্তান শাখা নিউজিল্যান্ডের খেলোয়াড়দের ওপর হামলার চেষ্টা চালাচ্ছে। তবে নিউজিল্যান্ডের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক রিচার্ড বুক তখন সানডে গার্ডিয়ানকে বলেছিলেন, নিরাপত্তার ব্যাপারে স্বাধীন পরামর্শক দলের পরামর্শ মেনেই যা করার করবেন তারা।
নিউজ ইন্টারন্যাশনাল বলছে, পাকিস্তানে নিউজিল্যান্ডের সফর বাতিল করার চেষ্টা আগে থেকেই করে আসছিল ভারতের গণমাধ্যমগুলো। নিউজিল্যান্ডের নিরাপত্তা পর্যবেক্ষকদের কাছে হুমকির কথা তারাই পৌঁছে দিয়েছিলেন বলে ধারণা করছে পাকিস্তানের প্রশাসন।