ঢাকা ০১:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের মনিপুর রাজ্যের স্বাধীনতা ঘোষণা, প্রবাসী সরকার গঠন

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

মনিপুরের ভিন্নমতাবলম্বী রাজনীতিকরা ভারত থেকে রাজ্যটির স্বাধীনতা ঘোষণা করেছেন। একই সঙ্গে ব্রিটেনে তারা একটি প্রবাসী সরকার গঠন করেছেন।

মঙ্গলবার তারা একতরফাভাবে এ স্বাধীনতা ঘোষণা করেন বলে জানায় আলজাজিরা।

ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পর ১৯৪৯ সালে ‘প্রিন্সলি স্টেট’ মনিপুরকে অঙ্গীভূত করে নেয় ভারত। কিন্তু এরপর কয়েক দশক ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছে সেখানকার স্বাধীনতাকামীরা।

স্বঘোষিত মনিপুর স্টেট কাউন্সিল তথা প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী নরেংবাম সমরজিৎ বলেন, প্রবাসী সরকার জাতিসংঘের স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে যাবে।

লন্ডনের ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখানে এই আইনসম্মত (ডি জুরে) সরকার পরিচালনা করব…আজকে থেকে।’

গত ২০১২ সালে ঘোষিত স্বাধীনতার ঘোষণা পাঠ করে সমরজিৎ বলেন, ‘জাতিসংঘের সদস্য হতে আমরা বিভিন্ন দেশের স্বীকৃতি চাইবো। আমরা মনে করি, অনেক দেশই আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে।’

মনিপুর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কথিত ‘সেভেন সিস্টার্স’ গ্রুপের রাজ্যগুলোর একটি। ভারতের ক্ষুদ্র রাজ্যগুলোর একটি মনিপুরের বাসিন্দা প্রায় ২৮ লাখ। তাদের প্রায় সবাই স্থানীয় মনিপুরী নৃতাত্ত্বিক গোষ্ঠীর।

About Author Information
আপডেট সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
৭০৮ Time View

ভারতের মনিপুর রাজ্যের স্বাধীনতা ঘোষণা, প্রবাসী সরকার গঠন

আপডেট সময় : ০১:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০১৯

সবুজদেশ ডেস্কঃ

মনিপুরের ভিন্নমতাবলম্বী রাজনীতিকরা ভারত থেকে রাজ্যটির স্বাধীনতা ঘোষণা করেছেন। একই সঙ্গে ব্রিটেনে তারা একটি প্রবাসী সরকার গঠন করেছেন।

মঙ্গলবার তারা একতরফাভাবে এ স্বাধীনতা ঘোষণা করেন বলে জানায় আলজাজিরা।

ব্রিটেন থেকে স্বাধীনতা অর্জনের পর ১৯৪৯ সালে ‘প্রিন্সলি স্টেট’ মনিপুরকে অঙ্গীভূত করে নেয় ভারত। কিন্তু এরপর কয়েক দশক ধরে স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই চালিয়ে আসছে সেখানকার স্বাধীনতাকামীরা।

স্বঘোষিত মনিপুর স্টেট কাউন্সিল তথা প্রবাসী সরকারের পররাষ্ট্রমন্ত্রী নরেংবাম সমরজিৎ বলেন, প্রবাসী সরকার জাতিসংঘের স্বীকৃতির জন্য চেষ্টা চালিয়ে যাবে।

লন্ডনের ওই সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা এখানে এই আইনসম্মত (ডি জুরে) সরকার পরিচালনা করব…আজকে থেকে।’

গত ২০১২ সালে ঘোষিত স্বাধীনতার ঘোষণা পাঠ করে সমরজিৎ বলেন, ‘জাতিসংঘের সদস্য হতে আমরা বিভিন্ন দেশের স্বীকৃতি চাইবো। আমরা মনে করি, অনেক দেশই আমাদের স্বাধীনতাকে স্বীকৃতি দেবে।’

মনিপুর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কথিত ‘সেভেন সিস্টার্স’ গ্রুপের রাজ্যগুলোর একটি। ভারতের ক্ষুদ্র রাজ্যগুলোর একটি মনিপুরের বাসিন্দা প্রায় ২৮ লাখ। তাদের প্রায় সবাই স্থানীয় মনিপুরী নৃতাত্ত্বিক গোষ্ঠীর।