ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় ৭ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে চারজন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে। তারা ঝিনাইদহসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫৮ বিজিবির অধীন খোশালপুর বাঘাডাংগা বিওপির টহল দল সীমান্ত অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে তাদের আটক করা হয়। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিনে পলিয়ানপুর, খোশালপুর, মাদবখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামি বিহীন ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৫১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 

















