ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পারাপারের সময় নারী-পুরুষ ও শিশুসহ ৩ জন বাংলাদেশিকে আটক করেছে মহেশপুর ৫৮ (বিজিবি)।
আটকদের মধ্যে একজন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের বাসিন্দা।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধিন বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান পরিচালনা করে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় ৩ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
এ ছাড়া, নতুনপাড়া বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
সবুজদেশ/এসএএস