ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ২৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে একদিনে রেকর্ড লক্ষাধিক করোনা আক্রান্ত

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারত। দেশটিতে একদিনেই ১ লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা এ যাবৎকালে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।  এটি ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডও।  খবর এনডিটিভির।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন।  এক বছরের বেশি সময় ধরে দেশটিতে করোনা ঝড় শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ সংক্রমণ। 

সবচেয়ে বাজে অবস্থা মহারাষ্ট্রে। অঙ্গরাজ্যটিতে রোববারই ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন।  মোট সংক্রমণ বেড়ে দাড়িয়েছে ২৯ লাখ।  রাজ্যটিতে লকডাউন চলছে।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে একদিনের হিসেবে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে রোববার।  ১১ হাজার ১৬৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

নতুন লক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩ হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৭৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ১৩২ জন।

করোনার দ্বিতীয় ঢেউ ভারত প্রকট আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এ জন্য করোনার নতুন ধরনকে দায়ী করছেন তারা।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজারের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এই সময় মারা গেছেন ১৮৫ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ১৯ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ২৮ লাখ ৬৬ হাজার জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ কোটি ৬১ লাখ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী ধরা পড়ে।  এটি বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।  করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

About Author Information
আপডেট সময় : ১০:৪৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১
২০৪ Time View

ভারতে একদিনে রেকর্ড লক্ষাধিক করোনা আক্রান্ত

আপডেট সময় : ১০:৪৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১

সবুজদেশ ডেস্কঃ

কোভিড-১৯ এ বিপর্যস্ত ভারত। দেশটিতে একদিনেই ১ লাখের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা এ যাবৎকালে দেশটিতে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড।  এটি ২৪ ঘণ্টায় বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ডও।  খবর এনডিটিভির।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৫৮ জন।  এক বছরের বেশি সময় ধরে দেশটিতে করোনা ঝড় শুরু হওয়ার পর থেকে এটিই সর্বোচ্চ সংক্রমণ। 

সবচেয়ে বাজে অবস্থা মহারাষ্ট্রে। অঙ্গরাজ্যটিতে রোববারই ৫৭ হাজার ৭৪ জন আক্রান্ত হয়েছেন।  মোট সংক্রমণ বেড়ে দাড়িয়েছে ২৯ লাখ।  রাজ্যটিতে লকডাউন চলছে।

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে একদিনের হিসেবে সর্বোচ্চ সংক্রমণ ধরা পড়েছে রোববার।  ১১ হাজার ১৬৩ জন আক্রান্ত হয়েছেন এদিন।

নতুন লক্ষাধিক সংক্রমণ নিয়ে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জন।

ওয়ার্ল্ডো মিটারের সোমবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে ১ লাখ ৩ হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪৭৭ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ১৩২ জন।

করোনার দ্বিতীয় ঢেউ ভারত প্রকট আকার ধারণ করতে পারে এমন আশঙ্কা জানিয়ে আসছিলেন বিশেষজ্ঞরা। এ জন্য করোনার নতুন ধরনকে দায়ী করছেন তারা।

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় প্রায় ৬১ হাজারের করোনা শনাক্ত হয়েছে যা একই সময়ে বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ। এই সময় মারা গেছেন ১৮৫ জন।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ ১৩ কোটি ১৯ লাখ ১০ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মারা গেছে প্রায় ২৮ লাখ ৬৬ হাজার জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ১০ কোটি ৬১ লাখ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী ধরা পড়ে।  এটি বর্তমানে বিশ্বের ২১৩ টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।  করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।