ভারতে করোনায় প্রাণ গেল আরও ২৫৪২ জনের
সবুজদেশ ডেস্কঃ
ভারতে দিন দিন কোভিড সংক্রমণ ও মৃত্যু কমছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে দুই হাজার ৫৪২ জনের।
বুধবার সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৬২ হাজার ২২৪ জন।
এ পর্যন্ত দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে তিন লাখ ৭৯ হাজার ৫৭৩ জনে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৬ লাখ ৩৩ হাজার মানুষ।
বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ লাখ ৩৮ হাজার ৪৬০ জন, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৪৩৩ জন।