ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন তরুণী
বেনাপোল, (যশোর):
ভারতে তিন বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন আমেনা খাতুন নামে এক বাংলাদেশি তরুণী। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে। আমেনা খাতুন সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ জানায়, ২০১৮ সালে ভ্রমণ ভিসায় আমেনা খাতুন ভারতে যান। ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দীর্ঘদিন ভারতে অবস্থান করছিলেন। পরে কলকাতা পুলিশ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। ভারতের একটি মানবাধিকার সংস্থা তাকে জেল থেকে কলকাতার শোলপুর উজালা হোমে রাখার ব্যবস্থা করে। দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ফেরত আসা তরুণীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। সেখান থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।