ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে খেলা দেখতে ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা নুর বকশ

Reporter Name

সবুজদেশ ডেস্কঃ

নুর বকশ একজন বীর মুক্তিযোদ্ধা। একাত্তরে স্বাধীনতাযুদ্ধে লড়াই করেছেন। এখন তার জীবন চলে পেনশনে। সঞ্চয়ের টাকায় ঘুরে বেড়ান ক্রিকেট ম্যাচ দেখার জন্য। হাতে একতারা। কণ্ঠে লোকগীতি। ৮১ বছরের নুর বকশকে কাল দেখা গেল ভারতের ইন্দোরের হলকার স্টেডিয়ামে। বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের প্রথমদিনের বড় আকর্ষণ এই বৃদ্ধ ক্রিকেটপ্রেমী। বার্ধক্য বাদ সাধতে পারেনি তার ক্রিকেটপ্রেমে।

তার যে অনেক টাকা-পয়সা তা-ও নয়। বাংলাদেশের ক্রিকেটের এই গুণমুগ্ধ ভক্ত ভারতে গিয়ে মুশফিক, মুমিনুলদের খেলা দেখার জন্য জমিয়েছেন নিজের পেনশনের টাকা। পেনশনের টাকা এবং অন্যান্য জমানো টাকা সম্বল করে ইন্দোরে হাজির হন তিনি। গায়ে সবুজ রঙের সোয়েটার। পেছনে লেখা, ‘ডেডলি টাইগার্স’। মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে, হাতে একতারা নিয়ে লোকসঙ্গীত গাইতে গাইতে হলকার স্টেডিয়ামের প্রবেশপথে হাজির হন মুক্তিযোদ্ধা নুর বকশ।

তার বেশভূষা এবং হাতে একতারা ও গান শুনে সবাই থমকে দাঁড়ায়। কে ইনি? বাংলাদেশের কোন পাগলভক্ত এভাবে চলে এলেন ভারতের ইন্দোরে। টাইগারদের প্রতি তার ভালোবাসা দেখে সবাই অবাক। নিজের জমানো টাকা-পয়সা আর পেনশন দিয়ে টি ২০ সিরিজ থেকে ঘুরছেন ভারতের এক শহর থেকে আরেক শহরে। বাড়ি তার ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।

নুর বকশ বলেন, ‘ঢাকা থেকে কলকাতা ট্রেনে এসেছি। এরপর হাওড়া থেকে ট্রেনে দিল্লি। ট্রেনেই রাজকোট এবং নাগপুর গেলাম। সেখান থেকে একইভাবে ইন্দোরে। ট্রেনে আসা-যাওয়ার কারণে আমার খরচ অনেক কম হয়েছে। আমি পেনশনের টাকায় চলি। বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম আমাকে ম্যাচের টিকিট দিয়েছেন।’

About Author Information
আপডেট সময় : ১১:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯
৩৭০ Time View

ভারতে খেলা দেখতে ঝিনাইদহের বীর মুক্তিযোদ্ধা নুর বকশ

আপডেট সময় : ১১:২২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯

সবুজদেশ ডেস্কঃ

নুর বকশ একজন বীর মুক্তিযোদ্ধা। একাত্তরে স্বাধীনতাযুদ্ধে লড়াই করেছেন। এখন তার জীবন চলে পেনশনে। সঞ্চয়ের টাকায় ঘুরে বেড়ান ক্রিকেট ম্যাচ দেখার জন্য। হাতে একতারা। কণ্ঠে লোকগীতি। ৮১ বছরের নুর বকশকে কাল দেখা গেল ভারতের ইন্দোরের হলকার স্টেডিয়ামে। বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের প্রথমদিনের বড় আকর্ষণ এই বৃদ্ধ ক্রিকেটপ্রেমী। বার্ধক্য বাদ সাধতে পারেনি তার ক্রিকেটপ্রেমে।

তার যে অনেক টাকা-পয়সা তা-ও নয়। বাংলাদেশের ক্রিকেটের এই গুণমুগ্ধ ভক্ত ভারতে গিয়ে মুশফিক, মুমিনুলদের খেলা দেখার জন্য জমিয়েছেন নিজের পেনশনের টাকা। পেনশনের টাকা এবং অন্যান্য জমানো টাকা সম্বল করে ইন্দোরে হাজির হন তিনি। গায়ে সবুজ রঙের সোয়েটার। পেছনে লেখা, ‘ডেডলি টাইগার্স’। মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা বেঁধে, হাতে একতারা নিয়ে লোকসঙ্গীত গাইতে গাইতে হলকার স্টেডিয়ামের প্রবেশপথে হাজির হন মুক্তিযোদ্ধা নুর বকশ।

তার বেশভূষা এবং হাতে একতারা ও গান শুনে সবাই থমকে দাঁড়ায়। কে ইনি? বাংলাদেশের কোন পাগলভক্ত এভাবে চলে এলেন ভারতের ইন্দোরে। টাইগারদের প্রতি তার ভালোবাসা দেখে সবাই অবাক। নিজের জমানো টাকা-পয়সা আর পেনশন দিয়ে টি ২০ সিরিজ থেকে ঘুরছেন ভারতের এক শহর থেকে আরেক শহরে। বাড়ি তার ঝিনাইদহের মহেশপুর উপজেলায়।

নুর বকশ বলেন, ‘ঢাকা থেকে কলকাতা ট্রেনে এসেছি। এরপর হাওড়া থেকে ট্রেনে দিল্লি। ট্রেনেই রাজকোট এবং নাগপুর গেলাম। সেখান থেকে একইভাবে ইন্দোরে। ট্রেনে আসা-যাওয়ার কারণে আমার খরচ অনেক কম হয়েছে। আমি পেনশনের টাকায় চলি। বাংলাদেশ দলের ক্রিকেটার মুশফিকুর রহিম আমাকে ম্যাচের টিকিট দিয়েছেন।’