ঢাকা ০৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে জেল খেটে দেশে ফিরল বাংলাদেশি কিশোর

  • Reporter Name
  • Update Time : ০৯:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুন ২০২১
  • ৩০৪ Time View

যশোরঃ

ভারতে পচার হওয়া আরাফাত (১৬) নামে এক বাংলাদেশি কিশোর দেড় বছর পর বেনাপোল চেকপোষ্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফিরেছে। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ শুক্রবার (০৪ জুন) বিকেল ৫ টার সময় তাকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে।

ফেরত আসা কিশোর চট্রগ্রাম জেলার সাতকানিয় থানার ফারুক আহম্মেদের ছেলে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান হাবিব জানান, পাসপোর্ট ভিসা ছাড়া দালাল চক্রের প্ররোচনায় পড়ে ভালো কাজের আশায় গত দেড় বছর আগে ভারতের মুম্বাই যায়। সেখানে অবৈধভাবে বসবাসের সময় সে দেশের পুলিশের কাছে আটক হয়। পরে আদালতের মাধ্যেমে একটি শেল্টার হোমের হেফাজতে রাখা হয়। দুই দেশের উচ্চ পর্যায়ের চিঠি চালাচালির এক পর্যায়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে আজ দেশে ফিরেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

যশোর জাস্টিস এন্ড কেয়ার এর ফিল্ড অফিসার রোকেয়া বেগম জানান, বেনাপোল পোর্ট থানার আনুষ্ঠানিকতা শেষে তাকে যশোর নিয়ে যাওয়া হবে। এরপর তার পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কাছে হস্তান্তর করা হবে।

সবুজদেশ/এসইউ

Tag :