ঢাকা ০৬:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভারতে দৈনিক মৃত্যু ও সংক্রমণ কমেছে

  • Reporter Name
  • Update Time : ১১:৩২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
  • ৩৯৭ Time View

সবুজদেশ ডেস্ক:

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারত ঘুরে দাঁড়াতে শুরু করেছে।  দেশটিতে সংক্রমণ-মৃত্যু প্রতিদিনই কমে আসছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যু হয়েছে এক হাজার ৫৮৭ জনের।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

খবরে বলা হয়, শুক্রবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৪৮০ জন,  যা এর আগের দিনের চেয়ে কম।  সেদিন আক্রান্ত হয়েছিলেন ৬৭ হাজার ২০৮ জন।  দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন দুই কোটি ৯৭ লাখ ৬২ হাজার ৭৯৩ জন।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে এক হাজার ৫৮৭ জন।  এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮৩ হাজার ৪৯০ জনে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বে মারা গেছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৮৭২ জন, আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৮২ লাখ মানুষ।

Tag :