ঢাকা ০৯:২৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহ সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

 

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহে ১৯ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৬ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, ফেনীর হরিপুর গ্রামের জাদব দাসের ছেলে শেম্পু কুমার দাস (৩৩), খুলনার আনন্দনগর গ্রামের সাহেব আলী শেখের ছেলে মিজানুর রহমান (৪২), নড়াইলের মাধবপাশা গ্রামের আলামিন মোল্লার ছেলে সামাদ মোল্লা (২৯), একই জেলার কুঞ্জপুর গ্রামের শহিদ শেখের ছেলে সুমন শেখ (২৭) ও যশোরের সোনাতলা গ্রামের গহর মোল্লার ছেলে ইনামুল মোল্ল্যা (৩৮)।

বিজিবি বলছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি। পৃথক এসব অভিযানে ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু।

এছাড়া পৃথক অভিযানে মাধবখালী বিওপি ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফিরিয়ে দিল ভারত

ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহ সীমান্তে ১৯ বাংলাদেশি আটক

Update Time : ০৮:২৬:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫

 

অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহে ১৯ জনকে আটক করেছে বিজিবি। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (৬ মে) মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, ফেনীর হরিপুর গ্রামের জাদব দাসের ছেলে শেম্পু কুমার দাস (৩৩), খুলনার আনন্দনগর গ্রামের সাহেব আলী শেখের ছেলে মিজানুর রহমান (৪২), নড়াইলের মাধবপাশা গ্রামের আলামিন মোল্লার ছেলে সামাদ মোল্লা (২৯), একই জেলার কুঞ্জপুর গ্রামের শহিদ শেখের ছেলে সুমন শেখ (২৭) ও যশোরের সোনাতলা গ্রামের গহর মোল্লার ছেলে ইনামুল মোল্ল্যা (৩৮)।

বিজিবি বলছে, মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন বেনীপুর, কুসুমপুর ও বাঘাডাঙ্গা বিওপি এলাকায় অভিযান চালায় বিজিবি। পৃথক এসব অভিযানে ১৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১০ জন নারী ও ৪ জন শিশু।

এছাড়া পৃথক অভিযানে মাধবখালী বিওপি ১১ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, আটক নারী ও শিশুদের যশোর জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। আটক ৫ পুরুষ বাংলাদেশিকে আদালতে সোপর্দ করা হবে।

সবুজদেশ/এসইউ