ঢাকা ০৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে শনাক্তের হার ২.১২ শতাংশ, একদিনে মৃত্যু ৯০৭

  • Reporter Name
  • Update Time : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে।

ফাইল ছবি-

সবুজদেশ ডেস্ক:

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে ভারতে করোনা রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জনে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাবিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৮ জুন) ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৪৮ জন শনাক্ত এবং ৯৭৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ১৯ মার্চের পর অর্থাৎ প্রায় ১০২ দিন পর এই প্রথম ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে নামল।

এদিকে, একদিনে ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন। এ নিয়ে দেশটিতে মোট সুস্থ হলেন ২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ৬০১ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নমুনা পরীক্ষা ১৭ লাখ ৬৮ হাজার ৮টি। এতে ৩৭ হাজার ৫৬৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২ দশমিক ১২ শতাংশ। আর করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ৭ দশমিক ৪৩ শতাংশ

এছাড়া গত ২৪ ঘণ্টায ভারতে টিকা নিয়েছেন ৫২ লাখ ৭৬ হাজার ৪৫৭ জন মানুষ। এ নিয়ে টিকা গ্রহীতা বেড়ে দাঁড়াল ৩২ কোটি ৯০ লাখ ২৯ হাজার ৫১০ জন।

Tag :
জনপ্রিয়

ভারতে শনাক্তের হার ২.১২ শতাংশ, একদিনে মৃত্যু ৯০৭

Update Time : ১১:১৭:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

সবুজদেশ ডেস্ক:

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আরও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৯৭ হাজার ৬৩৭ জনে।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৭ হাজার ৫৬৬ জন। এ নিয়ে ভারতে করোনা রোগী সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৯৭ জনে।

মঙ্গলবার (২৯ জুন) সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাবিষয়ক নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২৮ জুন) ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ১৪৮ জন শনাক্ত এবং ৯৭৯ জনের মৃত্যুর খবর জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ১৯ মার্চের পর অর্থাৎ প্রায় ১০২ দিন পর এই প্রথম ভারতে দৈনিক আক্রান্তের সংখ্যা ৪০ হাজারের নিচে নামল।

এদিকে, একদিনে ভারতে করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬ হাজার ৯৯৪ জন। এ নিয়ে দেশটিতে মোট সুস্থ হলেন ২ কোটি ৯৩ লাখ ৬৬ হাজার ৬০১ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে নমুনা পরীক্ষা ১৭ লাখ ৬৮ হাজার ৮টি। এতে ৩৭ হাজার ৫৬৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ২ দশমিক ১২ শতাংশ। আর করোনা সংক্রমণ শুরুর পর থেকে এ পর্যন্ত গড় শনাক্তের হার ৭ দশমিক ৪৩ শতাংশ

এছাড়া গত ২৪ ঘণ্টায ভারতে টিকা নিয়েছেন ৫২ লাখ ৭৬ হাজার ৪৫৭ জন মানুষ। এ নিয়ে টিকা গ্রহীতা বেড়ে দাঁড়াল ৩২ কোটি ৯০ লাখ ২৯ হাজার ৫১০ জন।