ভারতে ৩ দিনের রিমান্ডে সোহেল রানা
সবুজদেশ ডেস্কঃ
কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার অধীনে চ্যাংড়াবান্ধা সীমান্তে বেআইনি অনুপ্রবেশের দায়ে আটক শেখ সোহেল রানাকে পুলিশ তিনদিনের হেফাজতে নিয়েছে।
বাংলাদেশের ই-কমার্স সংস্থা ই-অরেঞ্জের অন্যতম কর্ণধার শেখ সোহেল রানা বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা।
কোচবিহার জেলার পুলিশ সুপার টেলিফোনে জানান, বেআইনি অনুপ্রবেশকারীর বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘনের জন্যে প্রয়োজনীয় ধারায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
আদালতে রবিবার তাকে দাখিল করে পুলিশ রিমান্ড নিয়েছে। এর বেশি কিছু বলতে চাইলেন না সুমিত কুমার। তবে, ধৃত সোহেল রানার সঙ্গে কোনও জঙ্গি গোষ্ঠীর যোগ আছে কিনা তা খতিয়ে দেখতে বিএসএফের জলপাইগুঁড়ি সেক্টরের ডিআইজি সঞ্জয় পন্থ তাঁকে দীর্ঘসময় জেরা করেন। জেরায় সোহেল রানা স্বীকার করেন যে, তিনি বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশে কর্মরত। একজন পুলিশ কর্তা এইভাবে বিনা কাগজপত্রে অনুপ্রবেশ করায় সন্দেহ দানা বেঁধেছে।
বিএসএফ কলকাতা ও দিল্লিকে পুরো বিষয়টি জানিয়েছে।