ভারত থেকে ২৯ কোটি টাকার স্যালাইন কিনছে সরকার
সবুজদেশ ডেস্কঃ
ভারত থেকে ২৯ কোটি টাকার স্যালাইন কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২০ লাখ পিস আইভি ফ্লুয়েড কিনতে এই অর্থ ছাড় করা হয়েছে। চলমান ডেঙ্গু পরিস্থিতিতে স্যালাইনের সংকট দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। এ বিভাগের অধীনে এসব স্যালাইন আমদানি করবে অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড (ইডিসিএল)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় জরুরি ভিত্তিতে ইডিসিএল ২০ লাখ পিস (নরমাল স্যালাইন ১০ হাজার মিলিলিটার এবং গ্লুকোজ স্যালাইন ১০ হাজার মিলিলিটার) আইভি ফ্লুইড কেনায় ক্রয় পদ্ধতি (ডিপিএম) অনুসরণে ক্রয় প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ৮ আগস্ট সেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ৭ লাখ পিস স্যালাইন কেনার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ইতোমধ্যে ৩ লাখ কেনা হয়েছে।
ধারণা করা হয়েছিল দেশে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে। কিন্তু সম্প্রতি বর্ষা মৌসুমে বৃষ্টির ব্যাপকতায় ডেঙ্গুর বিস্তার আরও বেড়ে যাওয়ায় রোগীর সংখ্যা ব্যাপক বেড়েছে। এতে স্যালাইনের সংকট আরও তীব্র হয়েছে। তাই এই সংকট কমাতে এবারও ২০ লাখ পিস স্যালাইন কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে ব্যয় হবে ২৯ কোটি ১৯ লাখ টাকা।
ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তর এসব স্যালাইন বিতরণ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সবুজদেশ/এসইউ