ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ভারত সরকারের চাপেই মেটা ‘মুসলিম’ পেজ বন্ধ করল

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০২:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে।

 

৬.৭ মিলিয়ন ফলোয়ার্সের ‘মুসলিম’ নামের একটি ইন্সটাগ্রাম পেজ বন্ধ করে দিয়েছে মেটা। এএফপি জানিয়েছে, ভারত সরকারের অনুরোধে ভারতের দর্শকদের জন্য এই পেজটি ব্লক করা হয়েছে। তবে মুসলিম পেজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কিছু বলেনি মেটা।

‘মুসলিম’ পেজটি মূলত বিশ্বব্যাপী মুসলমানদের সঙ্গে ঘটা ঘটনাগুলি প্রচার করে থাকে। বিশ্বব্যাপী পেজটির গুরুত্ব অনেক বেশি। এখন থেকে সেটি ভারতে দেখা যাবে না। পেজটি খুললে সেখানে ভেসে উঠছে একটি লেখা, ‘অ্যাকাউন্টটি ভারতে উপলব্ধ না। আমরা এই কন্টেন্ট সীমাবদ্ধ করার আইনি অনুরোধ মেনে চলেছি।

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে এই ব্লক আসল পেজটিতে। বিষয়টিকে সেন্সরশিপ হিসেবে বলছে পেজটির প্রতিষ্ঠাতা আমের আল-খাত্তাবেহ।

খাত্তাবেহ জানিয়েছে, তিনি ভারত থেকে শত শত বার্তা, ইমেইল ও মন্তব্য পেয়েছেন। তাতে অনুসারীরা জানাচ্ছেন, তারা একাউন্ট দেখতে পাচ্ছেন না। খাত্তাবেহ বলেছেন, ‘ভারত সরকারের অনুরোধে মুসলিম পেজটি বন্ধ করে দিয়েছে ভারত। এটা সেন্সরশিপ।

মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র শুধু একটি ওয়েবপেজের কথা বলেছেন। এএফপিকে তিনি জানিয়েছেন, যদি কোনো দেশের সরকার তাদের প্ল্যাটফর্মে থাকা কোনো কন্টেন্টকে স্থানীয় আইনবিরোধী মনে করে, তাহলে তারা সেই কনটেন্ট সীমাবদ্ধ করতে পারে।

পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানের বেশকিছু অভিনেতা, সাংবাদিক, রাজনৈতিক ও খেলোয়াড়ের ইউটিউব ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে। এরমাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রীও আছেন। সবশেষ সেই তালিকায় ঢুকল বিশ্বব্যাপী বহুল পরিচিত সংবাদভিত্তিক পেজ ‘মুসলিম’।

সবুজদেশ/এসইউ

ভারত সরকারের চাপেই মেটা ‘মুসলিম’ পেজ বন্ধ করল

Update Time : ০২:৩৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫

 

৬.৭ মিলিয়ন ফলোয়ার্সের ‘মুসলিম’ নামের একটি ইন্সটাগ্রাম পেজ বন্ধ করে দিয়েছে মেটা। এএফপি জানিয়েছে, ভারত সরকারের অনুরোধে ভারতের দর্শকদের জন্য এই পেজটি ব্লক করা হয়েছে। তবে মুসলিম পেজের পক্ষ থেকে যোগাযোগ করা হলে কিছু বলেনি মেটা।

‘মুসলিম’ পেজটি মূলত বিশ্বব্যাপী মুসলমানদের সঙ্গে ঘটা ঘটনাগুলি প্রচার করে থাকে। বিশ্বব্যাপী পেজটির গুরুত্ব অনেক বেশি। এখন থেকে সেটি ভারতে দেখা যাবে না। পেজটি খুললে সেখানে ভেসে উঠছে একটি লেখা, ‘অ্যাকাউন্টটি ভারতে উপলব্ধ না। আমরা এই কন্টেন্ট সীমাবদ্ধ করার আইনি অনুরোধ মেনে চলেছি।

ভারত-পাকিস্তানের উত্তেজনার মধ্যে এই ব্লক আসল পেজটিতে। বিষয়টিকে সেন্সরশিপ হিসেবে বলছে পেজটির প্রতিষ্ঠাতা আমের আল-খাত্তাবেহ।

খাত্তাবেহ জানিয়েছে, তিনি ভারত থেকে শত শত বার্তা, ইমেইল ও মন্তব্য পেয়েছেন। তাতে অনুসারীরা জানাচ্ছেন, তারা একাউন্ট দেখতে পাচ্ছেন না। খাত্তাবেহ বলেছেন, ‘ভারত সরকারের অনুরোধে মুসলিম পেজটি বন্ধ করে দিয়েছে ভারত। এটা সেন্সরশিপ।

মেটা এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র শুধু একটি ওয়েবপেজের কথা বলেছেন। এএফপিকে তিনি জানিয়েছেন, যদি কোনো দেশের সরকার তাদের প্ল্যাটফর্মে থাকা কোনো কন্টেন্টকে স্থানীয় আইনবিরোধী মনে করে, তাহলে তারা সেই কনটেন্ট সীমাবদ্ধ করতে পারে।

পহেলগাঁওয়ে হামলার পর পাকিস্তানের বেশকিছু অভিনেতা, সাংবাদিক, রাজনৈতিক ও খেলোয়াড়ের ইউটিউব ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করেছে। এরমাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রীও আছেন। সবশেষ সেই তালিকায় ঢুকল বিশ্বব্যাপী বহুল পরিচিত সংবাদভিত্তিক পেজ ‘মুসলিম’।

সবুজদেশ/এসইউ