ভাষার মাসে ঝিনাইদহে ভূমি জরিপ ট্রাইব্যুনালে ৪ গুন মামলা নিস্পত্তি
ঝিনাইদহঃ
ঝিনাইদহের ভূমি জরিপ (ল্যান্ড সার্ভে) ট্রাইব্যুনালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ২১-এর ৪ গুন মোট ৮৪টি মামলা নিষ্পত্তি করেছেন বিচারক মোঃ তাজুল ইসলাম। এর আগে এই বিচারক গত বছরে ১১ মাসে প্রায় ১৩ শতাধিক কেস/মামলা নিস্পত্তি করে সমগ্র বিচার বিভাগে ইতিবাচক সাড়া ফেলেছেন।
ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, গত ফেব্রুয়ারি মাসে ঝিনাইদহের ভূমি জরিপ (ল্যান্ড সার্ভে) ট্রাইব্যুনালের বিচারক মোঃ তাজুল ইসলাম উক্ত টাইব্যুনালে কর্মরত সহায়ক কর্মচারীদের সাথে নিয়ে ২১-এর ৪ গুন মোট ৮৪ টি মামলা নিষ্পত্তি করেছেন। এদিকে ১৯৫২ ভাষা শহীদদের স্মৃতির স্মরণে শ্রদ্ধা জানিয়ে ঝিনাইদহের ভূমি জরিপ (ল্যান্ড সার্ভে) ট্রাইব্যুনালে বিচারক যে ৮৪টি মামলার রায় একাই দিয়েছেন তা অত্যন্ত আশাব্যাঞ্জক ও উক্ত ট্রাইব্যুনালের বিচারক মোঃ তাজুল ইসলাম এর সুদূঢ় প্রসারী চিন্তার ফসল বলে মনে করেন আদালত সংশ্লিষ্ট আইনজীবী, কর্মচারী ও বিচারপ্রার্থী জনগণ। তারা মনে করেন এই বিচারক শুধু ভাষার মাসে নয় মুজিববর্ষে আরো অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন।
বিচারক মোঃ তাজুল ইসলাম জানান, তার লক্ষ্য দ্রুততম সময়ে জনগণের ন্যায়বিচার নিশ্চিত করা।