ভাষা শহীদদের প্রতি কালীগঞ্জ উপজেলা বিএনপির শ্রদ্ধা (ভিডিও)
ঝিনাইদহঃ
২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে সরকারি মাহতাব উদ্দিন কলেজের শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়।
শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নেতৃত্বে প্রভাত ফেরীর র্যালীটি শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নুরুল ইসলাম, তবিবুর রহমান মিনি, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা, পৌর বিএনপির সদস্য শামছুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ আলী জিন্নাহ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়র শহিদুল ইসলাম সাইদুল, ইউপি চেয়ারম্যান ও যুগ্ম আহবায়ক ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার রহমান, সাবেক কমিশনার মুসা আহমেদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জবেদ আলী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোস্তফা কামাল টিটো, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মারুফ বিল্লাহ, সাবেক যুগ্ম আহবায়ক মৌসুম উদ্দিন শোভনসহ বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, তাতীদলসহ সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা।
শহীদ মিনারে সংক্ষিপ্ত বক্তব্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ বলেন, ভাষা আন্দোলনে যেমন দেশের মানুষ অধিকার আদায়ে মাঠে নেমেছিল। আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা প্রস্তুত।