ঢাকাঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে আগামী তিনদিনের মধ্যে পাসপোর্ট দিতে সংশ্লিষ্ট অধিদফতরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত এক রুলের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে নুরের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।

গত বছরের আগস্টে ডাকসু ভিপি পাসপোর্ট পেতে হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিট আবেদনে বলা হয়, জরুরিভিত্তিতে পাসপোর্ট পেতে গত বছরের জুলাইয়ে রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসে ফরম জমা দেন নুর। কিন্তু তাকে পাসপোর্ট দেয়া হয়নি। পরে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ভিপি নুরকে জানান, মামলা থাকায় তাকে পাসপোর্ট দেয়া সম্ভব নয়। এরপরই আদালতের দ্বারস্থ হন ডাকসু ভিপি।

ওই রিটের শুনানি নিয়ে গত ২৩ জানুয়ারি ভিপি নুরকে পাসপোর্ট না দেয়ার কারণ জানাতে বিবাদীদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। পাশাপাশি তাকে কেন পাসপোর্ট দেয়া হবে না- রুলে তা জানতে চান আদালত।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here