সাতক্ষীরার শ্যামনগরে ভীমরুলের কামড়ে সামছুর গাজী (৫০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ভীমরুলে কামড়ানোর পর শুক্রবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান। শ্যামনগর উপজেলার পশ্চিম কৈখালি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শামসুর গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের পশ্চিম কৈখালী গ্রামের এন্তাজ আলী গাজীর ছেলে।
মৃতের চাচাতো ভাই আজু জানান, বড় ভাই সামছুর গাজী বৃহস্পতিবার(৩১ জুলাই) সকালে বাড়ির পাশে সেজি বাগানে গিয়েছিলো সেজি গাছের আঠা আনতে। সেজি গাছের গায়ে হাত দিতেই সেখানে থাকা ভিমরুলের চার থেকে বহু সংখ্যক ভীমরুল বেরিয়ে তার সারা শরীরে কামড় দেয়।
এ ঘটনার পর বাড়িতে এসে সে স্থানীয় গ্রাম্য ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেয়। কিন্তু গ্রাম ডাক্তার তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু একদিন বিলম্বে শুক্রবার দুপুর ১২টার দিকে হাসপাতালে নেওয়ার জন্য আম্বেুলেন্স তোলার সময় তিনি মারা যান।
কৈখালী ইউন্য়িন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
সবুজদেশ/এসইউ