চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- মুক্তারপুর গ্রামের মো. সজিব হোসেনের ছেলে রিমন হোসেন (৬) এবং মো. জুয়েল মিয়ার ছেলে মো. জুনায়েদ হোসেন (৭)। তারা দুজনই কুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
সজীব হোসেন জানান, বিদ্যালয় ছুটি শেষে রোববার দুপুরে রিমন, জুনায়েদ এবং রাব্বি তিন বন্ধু মিলে বাড়ির পাশে ভৈরব নদে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা জাগ দেওয়া পাটের ওপরে উঠে খেলা করছিল। এসময় রিমন পানিতে পড়ে যায়। জুবায়েদ রিমনকে তুলতে গেলে সেও পানিতে পড়ে যায়। পরে রাব্বি দ্রুত তাদের বাড়ি গিয়ে বাবা-মাকে ঘটনাটি বলে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর দাফন করা হবে।
সবুজদেশ/এসএএস