বিলাই খামচি প্রয়োগের অভিযোগ করেন আওয়ামী সমর্থিত প্রার্থীর নারী সমর্থকরা। ছবি: ভিডিও থেকে নেওয়া।

সবুজদেশ ডেস্কঃ

শরীরের সংস্পর্শে এলে প্রচণ্ড চুলকানি তৈরি করে এমন গুল্মজাতীয় উদ্ভিদ বিলাই খামচি দিয়ে প্রতিপক্ষের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে।

চট্টগ্রামে স্থানীয়ভাবে এ উদ্ভিদকে বাঁদরওলা বলা হয়। এটি দেহের সংস্পর্শে এলে প্রচণ্ড প্রচণ্ড চুলকানি তৈরি করে। ফলে, আক্রান্ত ব্যক্তিকে প্রায় ২৪ ঘণ্টাজুড়ে অস্বস্তিতে থাকতে হয়।

নগরীর লালখান বাজার ওয়ার্ডের স্বতন্ত্র প্রার্থী এ এফ কবির মানিকের সমর্থকদের বিরুদ্ধে বিলাই খামচি প্রয়োগের অভিযোগ করেন আওয়ামী সমর্থিত প্রার্থী আবুল হাসনাত মো. বেলালের নারী সমর্থকরা।

ভোটের দিন শহীদনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কাউন্সিলর প্রার্থীর অনুসারী আসমা বেগম বলেন, ‘বিদ্রোহী প্রার্থীর নারী সমর্থকরা তাদের ওপর বিলাই খামচি ছিটিয়েছে।’

পরাজয় নিশ্চিত জেনে তারা এসব করেছে বলে অভিযোগ করেন আসমা। তাদের একাধিক নারীর সদস্য আক্রান্ত হয়েছে বলে জানান তিনি।

ইংরেজিতে এ উদ্ভিদ ভেলভেট বিন নামে পরিচিত। ইংরেজিতে একে মাংকি ট্যামারিন্ডও বলা হয়।

আজ নির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর থেকে লালখান বাজার ওয়ার্ডের শহীদনগর স্কুল কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here