ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৯ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি চার দিন বন্ধ

  • Reporter Name
  • Update Time : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২
  • ১৩৬ বার পড়া হয়েছে।

সাতক্ষীরাঃ

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম আজ রোববার(২ অক্টোবর) থেকে বুধবার (৫ অক্টোবর) পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকবে।

ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ী সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ খান জানান, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা ও ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সিদ্ধান্তে চারদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার মইনুল ইসলাম বলেন, বন্দরে সরকারি ছুটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত। এর বাইরে কোনো ছুটি নেই। এ সময় অফিস খোলা থাকবে। আমদানি- রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের জন্য কেউ এলে সে কাজ করা হবে। তবে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম বন্ধ রাখলে সেখানে আমাদের কোন করণীয় নেই।

Tag :
জনপ্রিয়

ভোমরা স্থল বন্দরের আমদানি-রপ্তানি চার দিন বন্ধ

Update Time : ১২:৪৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২ অক্টোবর ২০২২

সাতক্ষীরাঃ

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম আজ রোববার(২ অক্টোবর) থেকে বুধবার (৫ অক্টোবর) পর্যন্ত টানা চার দিন বন্ধ থাকবে।

ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ী সংগঠন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাসুদ খান জানান, হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ভারতের ঘোজাডাঙ্গা ও ভোমরা স্থলবন্দরে ব্যবসায়ীদের সিদ্ধান্তে চারদিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৫ অক্টোবর বৃহস্পতিবার থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

ভোমরা কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের সহকারী কমিশনার মইনুল ইসলাম বলেন, বন্দরে সরকারি ছুটি আগামী ৫ অক্টোবর পর্যন্ত। এর বাইরে কোনো ছুটি নেই। এ সময় অফিস খোলা থাকবে। আমদানি- রপ্তানি সংক্রান্ত কার্যক্রমের জন্য কেউ এলে সে কাজ করা হবে। তবে ব্যবসায়ীরা তাদের কার্যক্রম বন্ধ রাখলে সেখানে আমাদের কোন করণীয় নেই।