ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভোরে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩০

Reporter Name

ছবি : সংগৃহীত-

সবুজদেশ ডেস্কঃ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলের বোমাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

এ হামলার সত্যতা নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরায়েলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এ ছাড়া বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ইসরায়েলি বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো ও হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে।

এ হামলায় সাংবাদিকসহ আরও ২০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েলের। এরই মধ্যে ফিলিস্তিনি নিহত হয়েছে ৪ হাজার ১৩৭ জন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন।

About Author Information
আপডেট সময় : ১১:০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
৭০ Time View

ভোরে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ৩০

আপডেট সময় : ১১:০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

সবুজদেশ ডেস্কঃ

গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলায় ৩০ জন নিহত হয়েছেন। শনিবার (২১ অক্টোবর) ভোরে গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েলের বোমাবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে।

এ হামলার সত্যতা নিশ্চিত করেছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণ রাফাহ শহরের বেশ কয়েকটি আবাসিক ভবনে ইসরায়েল বোমাবর্ষণ করেছে, এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন এবং ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ।

প্রতিবেদনে আরও বলা হয়, গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া শহরে ইসরায়েলের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। তবে আহতের বিষয়ে কিছু জানা যায়নি।

এ ছাড়া বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে ইসরায়েলি বাহিনী রামাল্লা, নাবলুস, জেরিকো ও হেব্রনেও বোমাবর্ষণ করেছে। এতে ১৭ বছরের এক কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। একটি বাড়ি ধ্বংস হয়েছে, যেটি ছিল জেরিকোতে।

এ হামলায় সাংবাদিকসহ আরও ২০ জনের বেশি গ্রেপ্তার হয়েছেন।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ চলছে ইসরায়েলের। এরই মধ্যে ফিলিস্তিনি নিহত হয়েছে ৪ হাজার ১৩৭ জন। আহত হয়েছেন ১৩ হাজারের বেশি। অন্যদিকে ইসরায়েলে নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জন। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন।