চুয়াডাঙ্গায় ভ্যান চালক আলমগীর হোসেনের শরীর থেকে অর্ধ কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। বিজিবির অভিযানে চোরাচালানকৃত স্বর্ণসহ তাকে আটক করা হয়।
বুধবার (৭ মে) সন্ধায় মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা জীবননগর সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে স্বর্ণেরবার গুলো উদ্ধার করা হয়।
আটকরা হলেন- চুয়াডাঙ্গা জীবননগর নব দুর্গাপুর গ্রামের ইসহাক মন্ডলের ছেলে আলমগীর হোসেন (৪৮)।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জীবননগর বিওপির একটি টহল দল সীমান্ত ইউনিয়ন পরিষদের সামনে থেকে আলমগীর হোসেনকে একটি ব্যাটারিচালিত ভ্যানসহ আটক করে। প্রথমে আলমগীর কিছুই স্বীকার না করলেও, জীবননগর ক্যাম্পে নিয়ে তল্লাশি চালানো হলে তার শরীরে স্কচটেপে মোড়ানো অবস্থায় ৩৪৯ দশমিক ৩৩ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪৮ লাখ ৫২ হাজার ৪০৬ টাকা।
তিনি জানান, উদ্ধারকৃত বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার ও জীবননগর থানায় মামলা দায়ের করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সবুজদেশ/এসইউ