ঢাকা ০২:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভ্যানে ধাক্কা দিয়ে পথচারীকে চাপা, নিহত ২

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে।

 

যশোরের মণিরামপুরে একটি যাত্রীবাহী বাস ভ্যানে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেওয়ার ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। রবিবার (৬ জুলাই) দুপুরে মণিরামপুর ডিগ্রী কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন (২৭) ও যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মণিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যান ও তিনজন আহত হন। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পথচারী নাজমুলকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘‘দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে চালক আব্দুল গণীকে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

ভ্যানে ধাক্কা দিয়ে পথচারীকে চাপা, নিহত ২

Update Time : ০৪:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

 

যশোরের মণিরামপুরে একটি যাত্রীবাহী বাস ভ্যানে ধাক্কা দেওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেওয়ার ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। রবিবার (৬ জুলাই) দুপুরে মণিরামপুর ডিগ্রী কলেজ মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাইবান্ধা জেলার শাঘাটা উপজেলার আব্দুল্লাহ পাড়ার রাজনের ছেলে রতন (২৭) ও যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের আবু খালেক দফাদারের ছেলে নাজমুল দফাদার (৪০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে মণিরামপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস যশোরের দিকে যাচ্ছিল। পথে মণিরামপুর সরকারি কলেজ মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী রতন মারা যান ও তিনজন আহত হন। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০ মিটার দূরে গিয়ে পথচারী নাজমুলকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘‘দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটি আটক করে চালক আব্দুল গণীকে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

সবুজদেশ/এসএএস