ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ভয়ঙ্কর হয়ে উঠছে ভারত, যুক্ত হচ্ছে এস-৪০০

Reporter Name

বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে এবার রাশিয়ার সঙ্গে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হতে চলেছে ভারত। চুক্তির আওতায় রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র। চলতি বছরের শেষের দিকেই ভারত-রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।

চুক্তি চূড়ান্ত হলে রাশিয়ার পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম পাবে ভারত। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান, স্টেলথ ফাইটার জেট, গোয়েন্দা বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শুধু শনাক্তই করতে পারে না, ৩০ কিলোমিটার উচ্চতায় সেগুলো ধ্বংসও করতে পারে।

এ ব্যাপারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের সামরিক বাহিনীতে যুক্ত হবে খুব তাড়াতাড়ি। ২০১৮-২০১৯ অর্থ বছরের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে চায় ভারত। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ক্রুজ মিসাইলের পাশাপাশি মধ্যম মানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রেরও মোকাবিলা করতে পারবে এস-৪০০ ট্রিয়াম্ফ।

About Author Information
আপডেট সময় : ০২:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮
৯৬০ Time View

ভয়ঙ্কর হয়ে উঠছে ভারত, যুক্ত হচ্ছে এস-৪০০

আপডেট সময় : ০২:৪০:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অগাস্ট ২০১৮

বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে ক্ষমতাধর দেশগুলো। চলছে ভয়ঙ্কর সব মহড়া আর পাল্টাপাল্টি হুমকি। তারই জের ধরে এবার রাশিয়ার সঙ্গে সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তিতে আবদ্ধ হতে চলেছে ভারত। চুক্তির আওতায় রয়েছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র। চলতি বছরের শেষের দিকেই ভারত-রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে জানা গেছে।

চুক্তি চূড়ান্ত হলে রাশিয়ার পাঁচটি অত্যাধুনিক এস-৪০০ মিসাইল ডিফেন্স সিস্টেম পাবে ভারত। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের পরমাণু বোমা বহনকারী যুদ্ধবিমান, স্টেলথ ফাইটার জেট, গোয়েন্দা বিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন শুধু শনাক্তই করতে পারে না, ৩০ কিলোমিটার উচ্চতায় সেগুলো ধ্বংসও করতে পারে।

এ ব্যাপারে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পাঁচটি এস-৪০০ ট্রায়াম্ফ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের সামরিক বাহিনীতে যুক্ত হবে খুব তাড়াতাড়ি। ২০১৮-২০১৯ অর্থ বছরের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে চায় ভারত। এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ক্রুজ মিসাইলের পাশাপাশি মধ্যম মানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রেরও মোকাবিলা করতে পারবে এস-৪০০ ট্রিয়াম্ফ।