ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত‌্যা

  • Reporter Name
  • Update Time : ০৭:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে।

যশোরঃ

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনায় স্ত্রীর ওপর অভিমান করে মোছা সানা (৩৩) নামে এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের সিরাজকাটি গ্রামে রবিউল ইসলামের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের স্ত্রী কাকলি বেগম জানান, দীর্ঘদিন যাবৎ সিরাজকাটি গ্রামের রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে আমরা বসবাস করে আসছি। আমার স্বামী দিন মজুরের কাজ করতেন। সংসারে অভাব-অনটনের কারণে আমি নওয়াপাড়ার এসএএফ নামে একটি চামড়ার মিলে শ্রমিকের কাজ করার প্রস্তাব দেয়। মঙ্গলবার রাতে এ বিষয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। ঘটনাটি আমার মামা জানতে পারলে ওই রাতেই তিনি আমাকে ও আমার মেয়েকে তার বাড়ি নিয়ে যান। বুধবার সকালে পুলিশ ফোন করলে জানতে পারি আমার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, বুধবার সকালে গ্রামবাসী খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের ভিতরে ডাবার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মোছা সানা নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মনে হয়েছে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে।

নিহত মোছা সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার টেকা রামচন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

Tag :

স্ত্রীর সাথে অভিমান করে স্বামীর আত্মহত‌্যা

Update Time : ০৭:৪২:৫১ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১

যশোরঃ

যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনায় স্ত্রীর ওপর অভিমান করে মোছা সানা (৩৩) নামে এক দিনমজুর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সকালে পৌরসভার ৭নং ওয়ার্ডের সিরাজকাটি গ্রামে রবিউল ইসলামের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে অভয়নগর থানা পুলিশ। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

নিহতের স্ত্রী কাকলি বেগম জানান, দীর্ঘদিন যাবৎ সিরাজকাটি গ্রামের রবিউল ইসলামের বাড়ির ভাড়াটিয়া হিসেবে আমরা বসবাস করে আসছি। আমার স্বামী দিন মজুরের কাজ করতেন। সংসারে অভাব-অনটনের কারণে আমি নওয়াপাড়ার এসএএফ নামে একটি চামড়ার মিলে শ্রমিকের কাজ করার প্রস্তাব দেয়। মঙ্গলবার রাতে এ বিষয়ে আমাদের মধ্যে ঝগড়া হয়। ঘটনাটি আমার মামা জানতে পারলে ওই রাতেই তিনি আমাকে ও আমার মেয়েকে তার বাড়ি নিয়ে যান। বুধবার সকালে পুলিশ ফোন করলে জানতে পারি আমার স্বামী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, বুধবার সকালে গ্রামবাসী খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায়। ঘরের ভিতরে ডাবার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মোছা সানা নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে মনে হয়েছে স্ত্রীর ওপর অভিমান করে আত্মহত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ যশোর মর্গে পাঠানো হয়েছে।

নিহত মোছা সানা সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার টেকা রামচন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।