মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমাকে প্রাণনাশের হুমকি
যশোর প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুর উপজেলার চেয়ারম্যান সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ায় প্রাণ নাশের হুমকি দিয়েছেন দুবৃর্ত্তরা। এমনটাই দাবি করে মণিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন উপজেলার চেয়ারম্যান নাজমা খানম।
এর আগে ৪ এপ্রিল উপজেলায় পুলিশের জব্দকৃত সরকারি সিলযুক্ত খাদ্য অধিদপ্তরের কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচী) প্রকল্পের ৫শ’৪৯ বস্তা চাল জব্দের বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য প্রদান করেন। এরই জের ধরে ৫ এপ্রিল রাতে তার ব্যক্তিগত নাম্বারে একাধিক বার ফোন করে প্রাণ নাশের হুমকি দেয়।
এ বিষয়ে মণিরামপুর উপজেলার চেয়ারম্যান নাজমা খানম জানান, মণিরামপুরে কাবিখা প্রকল্পের ৫শ’৪৯ বস্তা চাল জব্দের বিষয়ে আমি প্রশাসনের পক্ষ থেকে সঠিক তথ্য উপাত্ত সাংবাদিকদের কাছে উপস্থাপন করেছি। কিন্তু এটি নিয়ে কিছু দুবৃর্ত্তরা আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমি লজ্জিত!
এ বিষয়ে মণিরামপুর থানার ওসি (তদন্ত) সিকদার মতিয়ার রহমান জানান, এ বিষয়ে উপজেলার চেয়ারম্যান থানায় জিডি করেছেন। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।