ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মদপানে মারা যাওয়া চারজনের লাশ উত্তোলন

  • সবুজদেশ ডেস্ক:
  • Update Time : ০৯:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে।

 

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজনের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। ময়নাতদন্ত ছাড়া দাফন করায় আদালতের নির্দেশে এসব লাশ তোলা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার পৃথক চারটি গ্রাম থেকে লাশগুলো উত্তোলন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই দাফন হওয়া সদর উপজেলার পিরোজখালী গ্রামের লাল্টু হোসেন, খেজুরা গ্রামের মোহাম্মদ সেলিম, নফরকান্দি গ্রামের খেদের আলী ও শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লার লাশ উত্তোলন করা হয়। লাশগুলো চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, ৯ অক্টোবর রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার কয়েকজন শ্রমিক একসঙ্গে মদপান করেন। পরে ১১ অক্টোবর অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়।

একই দিন তাদের লাশ গোপনে দাফন করে পরিবারের লোকজন। পরদিন ১২ অক্টোবর মৃত্যু হয় আরও দুজনের। তখন বিষয়টি জানাজানি হয় এবং পুলিশ ১২ অক্টোবর লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

মদপানে মারা যাওয়া চারজনের লাশ উত্তোলন

Update Time : ০৯:১০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

 

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদপানে মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজনের লাশ কবর থেকে উত্তোলন করেছে পুলিশ। ময়নাতদন্ত ছাড়া দাফন করায় আদালতের নির্দেশে এসব লাশ তোলা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার পৃথক চারটি গ্রাম থেকে লাশগুলো উত্তোলন করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামাল আল নাসের আলী জানান, আদালতের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই দাফন হওয়া সদর উপজেলার পিরোজখালী গ্রামের লাল্টু হোসেন, খেজুরা গ্রামের মোহাম্মদ সেলিম, নফরকান্দি গ্রামের খেদের আলী ও শংকরচন্দ্র গ্রামের শহিদুল মোল্লার লাশ উত্তোলন করা হয়। লাশগুলো চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) হোসেন আলী জানান, ৯ অক্টোবর রাতে সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকার কয়েকজন শ্রমিক একসঙ্গে মদপান করেন। পরে ১১ অক্টোবর অসুস্থ হয়ে তাদের মৃত্যু হয়।

একই দিন তাদের লাশ গোপনে দাফন করে পরিবারের লোকজন। পরদিন ১২ অক্টোবর মৃত্যু হয় আরও দুজনের। তখন বিষয়টি জানাজানি হয় এবং পুলিশ ১২ অক্টোবর লাশ দুটির ময়নাতদন্ত সম্পন্ন করে।

সবুজদেশ/এসএএস