মধ্যরাতে শীতবস্ত্র নিয়ে বাড়ি বাড়ি ডিসি
সাতক্ষীরাঃ
রাতের আধারে সাতক্ষীরা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে থাকা ছিন্নমুল ও কর্মজীবি মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
শনিবার মধ্যরাতে শহরের সুলতানপুর বস্তি, বড় বাজার, ইটাগাছা হাটেরমোড়সহ বিভিন্ন এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, জেলায় শীতার্থ মানুষের জন্য ইতোমধ্যে সরকারিভাবে ৪৩ হাজার কম্বল দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে সেগুলো বিভিন্ন ইউনিয়নে পাঠানো হয়েছে। যা ইতিমধ্যে বিতরণ করা হয়েছে।
তিনি বলেন, অসহায় মানুষদের পাশে আমাদের দাঁড়াতে হবে। শীতে যেন কোন মানুষ কষ্ট না পায়। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্নকভাবে অসহায় মানুষদের সাহায্য সহযোগিতা করা হচ্ছে। সকলে মিলে আমরা ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরাকে নতুনরুপে সাজাতে হয়। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এই শীত মৌসুমে সমাজের বিত্তবানদের অসহায় মানুষদের পাশে এগিয়ে আসতে হবে।