দেশে গত কয়েক মাসে যত মব ভায়োলেন্সের ঘটনা ঘটেছে। সেসব মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত সবার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৯ মার্চ) আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে তিনি এসব কথা বলেন।
সব ঘটনার গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে ব্যবস্থা নেওয়া হবে বল জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন ধর্ষণ, নারী নিপীড়ন বা মব ভায়োলেন্স— যা-ই হোক না কেন, সব ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে ক্ষেত্রে দায়ী ব্যক্তিদের ধর্মীয় বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তথ্য উপদেষ্টা।
থানায় গিয়ে মব সৃষ্টির বিষয়ে তিনি বলেন, অপরাধী যে-ই হোক না কেন, তাকে আইনের আওতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। যত জটিলতা ও নৈরাজ্য সৃষ্টি হয়েছে, সব ঘটনায় এখন থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অপরাধীকে থানায় দেওয়া হলো, আবার তাকে ছাড়িয়ে এনে মালা পরানো হলো। বিষয়টি নিয়ে আপনারা কী বলবেন?
সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, বিষয়টা সবার কাছেই খারাপ লেগেছে যে কেন অপরাধীকে ছাড়া হলো। আসলে যিনি ভুক্তভোগী, তিনি মামলা উঠিয়ে নিয়েছেন। তিনি মামলা প্রত্যাহারের জন্য চিঠি দিয়েছেন। পুলিশের পক্ষ থেকে প্রত্যাহারের চিঠিসহ সব কাগজ আদালতে পাঠানো হলে জামিন দেওয়া হয়।
ভুক্তভোগী শিক্ষার্থীর মামলা তুলে নেওয়ার বিষয়ে উপদেষ্টা বলেন, এখন সবার সন্দেহ উনি কি জোরপূর্বক এটা করেছেন কি না? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে কথা বলব। ভিসিকে বলব ভুক্তভোগীর সঙ্গে কথা বলতে। যদি ভয়ভীতি থেকে মামলা তুলে নিয়ে থাকেন, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বলব তারা যেন মামলা করে। আমরা সুষ্ঠুভাবে বিচার করতে বদ্ধপরিকর।
ওই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারল না, এটা তো আলাদা আরেকটা মামলা হতে পারত, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন হচ্ছে অন্ধ। যে-ই অপরাধী হন, জাতপাত-বর্ণ দেখা হবে না; লিঙ্গ দেখা হবে না। যিনি মব ভায়োলেন্স করুন না কেন, ধর্মীয় হোক, অধার্মিক হোক, তাকে আইনের আওতায় নেওয়ার বিষয়ে আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি। প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে, আজ থেকে মব ভায়োলেন্স বা যে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হলে আমরা কঠোর ভূমিকা রাখব।
তিনি বলেন, গত সাত-আট মাসে যে যেখানেই ঝামেলা করেছে, মব ভায়োলেন্সর মতো ঘটনা ঘটিয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থা সক্রিয় আছে। আমরা বলেছি, আরও প্রো-অ্যাকটিভ ওয়েতে সবকিছু নজরদারিতে আনার জন্য।
সবুজদেশ/এসইউ