মস্তিষ্ক বিকৃত স্ত্রীর লাঠির আঘাতে দিনমুজুর স্বামী নিহত
বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের কচুয়া উপজেলায় পাগল স্ত্রী এমিলি বেগমের (৪৯) এর লাঠির আঘাতে দিনমুজুর স্বামী মোকসেদ মল্লিক (৫৬) নিহত হয়েছেন। শুক্রবার রাতে কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোকসেদ মল্লিক ওই গ্রামের মৃত কছিম মল্লিকের ছেলে। তাদের ৩ মেয়ে ও ৩ ছেলে রয়েছে।
কচুয়া থানার ওসি (তদন্ত) সরদার ইকবাল হোসেন বলেন, রাতের খাবার খেয়ে বারান্দায় বসে পান খাচ্ছিলেন দিনমজুর মোকসেদ মল্লিক। এসময় হঠাৎ পিছন দিক থেকে মস্তিস্ক বিকৃত স্ত্রী এমিলি বেগম (৪৯) লাঠি দিয়ে স্বামীর মাথায় আঘাত করে। লাঠির আঘাতে মোকসেদ মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। এসময় তার অবস্থা গুরুত্বর হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় তার পরিবারের লোকজন। গভির রাতে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোকসেদের স্ত্রী এমিলি বেগমে বাড়িতেই শিকল বন্দি রয়েছেন। শনিবার দুপুরে মোকসেদের মরদেহের ময়না তদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মনিরুজ্জামান শেখ বলেন, নিহতের স্ত্রী এমিলি বেগম ৮ বছর ধরে মস্তিস্ক বিকৃত অবস্থায় অসুস্থ্য রয়েছেন। তার চিকিৎসার জন্য তার স্বামী অনেক চেষ্ঠা করেছেন।