মহেশপুরে একই পরিবারের ৫ জন কোয়ারেন্টাইনে
ঝিনাইদহঃ
ঝিনাইদহের মহেশপুরে শনিবার একই পরিবারের ৫জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সম্পতি ভারত থেকে পলি খাতুন নামের এক মহিলা বাড়ীতে আসার পরই বাড়ীর ৫ জন সদস্যকে বাড়ীর বাইরে চলাফেরা না করার জন্যও নিদের্শনা দেয় উপজেলা স্বাস্থ্য বিভাগ।
পলি খাতুন মহেশপুর পৌর এলাকার দুর্গা গ্রামের আলী আকবারের মেয়ে।
পলি খাতুন জানান, ৩ মাস পুর্বে ভারতের মহারাষ্ট্রের থানা এলাকায় তার স্বামীর কাছে যান। ১৩-১৪ দিন আগে আমার জণ্ডিস ধরা পরে। আমি ওখানে চিকিৎসা নিয়েছি। কিন্তু চিকিৎসার খরচ বেশী হওয়ার কারনে বাড়ীতে চলে আসি।
তিনি আরো জানান, ৮ দিন পুর্বে বাড়ীতে আসার পর আমি দর্শনায় জণ্ডিসের ডাক্তার দেখাচ্ছি। কিন্তু এরই মধ্যে আমাকে ও আমার পরিবারের ৫ জনকে সঙ্গীহিন করে রাখা হয়েছে। এমনকি আমাদের বাড়ীর ছেলে মেয়েদের কেউ স্কুলে যেতে নিশেদ করেছেন শিক্ষকরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আঞ্জুমান আরা জানান, পলি খাতুন ভারত থেকে জণ্ডিস জনিত রোগ নিয়ে বাড়ীতে আসেন। বিষটি জানান পর প্রথম দিকে আমাদের সন্ধেহ হয়। কিন্ত পরিক্ষা- নিরিক্ষা করে কিছুই পাওয়া যায়নি। তার পরও আমরা বলেছি সাবধানে চলাফেরা করার জন্য।
তাছারা আমরা সব সময় পলি থাতুন বা তার পরিবারের সাথে যোগাযোগ রাখছি।
ঝিনাইদহ সিভিল সার্জন ডাক্তার সেলিনা বেগম জানিয়েছেন, প্রতিদিনই স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই পরিবারের খোজ খবর নিচ্ছেন। পাশাপাশি তারা যেন বাইরে না যান সে বিষয়ে বলা হচ্ছে।