ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুরে কপোতাক্ষ নদে ডুবে শিশুর মৃত্যু

 

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে ডুবে সাজিন ইসলম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নদে গোসল করতে গিয়ে শিশু সাজিন নিখোঁজ হয়। সে আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাজিন ইসলাম ওই গ্রামের ১নং কলোনির একরামুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাচাত বোনের বিয়ের অনুষ্ঠান শেষে কপোতাক্ষ নদে গোসল করতে যায় শিশু সাজিন ইসলাম। এসময় সে নদের পানিতে ডুবে গেলে স্থানীয় ও স্বজনরা উদ্ধারের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সাজিনের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মী ওয়াসিম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিশুটিকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুপুরে শিশু সাজিন কপোতাক্ষ নদে গোসল করতে নেমে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হবে।

সবুজদেশ/এসএএস

Tag :

মহেশপুরে কপোতাক্ষ নদে ডুবে শিশুর মৃত্যু

Update Time : ০৫:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদে ডুবে সাজিন ইসলম (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নদে গোসল করতে গিয়ে শিশু সাজিন নিখোঁজ হয়। সে আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু সাজিন ইসলাম ওই গ্রামের ১নং কলোনির একরামুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, চাচাত বোনের বিয়ের অনুষ্ঠান শেষে কপোতাক্ষ নদে গোসল করতে যায় শিশু সাজিন ইসলাম। এসময় সে নদের পানিতে ডুবে গেলে স্থানীয় ও স্বজনরা উদ্ধারের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে সাজিনের মরদেহ উদ্ধার করে।

ফায়ার সার্ভিস কর্মী ওয়াসিম হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে শিশুটিকে ডুবন্ত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, দুপুরে শিশু সাজিন কপোতাক্ষ নদে গোসল করতে নেমে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইউডি মামলা দায়ের করা হবে।

সবুজদেশ/এসএএস