মহেশপুরে কৃষক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঝিনাইদহের মহেশপুর জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের দুলালী সিনেমা হল চত্ত্বরে বিএনপির অস্থায়ী অফিসের সামনে থেকে মহেশপুর উপজেলা ও পৌর কৃষক দলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে কৃষক দলের নেতাকর্মীরা নানা রঙের ব্যানার, ফেস্টুন, কৃষাণ-কৃষাণী সেজে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এস শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় কৃষক দলের ঝিনাইদহ জেলা কমিটির সদস্য মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিঃ মোমিনুর রহমান। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলন মহেশপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এস এম শাহাজামান মোহন। সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব খলিলুর রহমান।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজেদুজ্জামান কাজল, উপজেলা বিএনপির তাঁতি বিষয়ক সম্পাদক অলিয়ার রহমান, পৌর বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান রিপন, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুজানুর রহমান, কৃষক দলের জেলা সদস্য মশিউর রহমান, পৌর যুব দলের আহবায়ক আশরাফুল আলম, পৌর যুবদলের সদস্য সচিব হারুন অর-রশিদসহ কৃষক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সবুজদেশ/এসএএস