ঢাকা ১১:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহেশপুরে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

 

ঝিনাইদহের মহেশপুরে জামায়তে ইসলামী মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে দ্রুত বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মহেশপুর উপজেলা জামায়াত।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান দলটির নেতা কর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতে আমীর ফারুক আহমেদ,পৌর আমীর পলাশ আহমেদ সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

বক্তব্যে তারা দাবী করেন, , আজ সকাল ১০টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তর পাড়ায় মহিলা কর্মীরা নিয়মিত গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আফরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ৫ জন নারী ও ৩ জন পুরুষ কর্মীসহ মোট ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বোরকা খুলে নিয়ে লাঞ্চিত করা হয়। বর্তমানে আহতরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এবং বিষয়টি আমলে না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষনা দেন তারা।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস

Tag :
জনপ্রিয়

মহেশপুরে জামায়াতের নারী কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Update Time : ০৮:১৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

 

ঝিনাইদহের মহেশপুরে জামায়তে ইসলামী মহিলা কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে দ্রুত বিচারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মহেশপুর উপজেলা জামায়াত।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা জামায়াত আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানান দলটির নেতা কর্মীরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাই, উপজেলা জামায়াতে আমীর ফারুক আহমেদ,পৌর আমীর পলাশ আহমেদ সহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।

বক্তব্যে তারা দাবী করেন, , আজ সকাল ১০টার দিকে উপজেলার যাদবপুর ইউনিয়নের উত্তর পাড়ায় মহিলা কর্মীরা নিয়মিত গণসংযোগে বের হলে স্থানীয় বিএনপি নেতা আফরাফুল, হানিফ, শাহিন ও সবুজের নেতৃত্বে ১০/১২ জনের একটি দল লাঠি-সোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে ৫ জন নারী ও ৩ জন পুরুষ কর্মীসহ মোট ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে বোরকা খুলে নিয়ে লাঞ্চিত করা হয়। বর্তমানে আহতরা মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

তারা হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।এবং বিষয়টি আমলে না নিলে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষনা দেন তারা।

মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে এব্যাপারে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সবুজদেশ/এসএএস