ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে নৌকা প্রতীক পেতে ঢাকায় প্রার্থীরা!

Reporter Name

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১১ নভেম্বর দেশে ২য় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে প্রার্থী ঠিক করতে বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ।

ইউপি নির্বাচন ঘিরে ঝিনাইদহের মহেশপুরে ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সম্ভাব্য প্রার্থীরা ঘুরছেন দলের শীর্ষ নেতাদের ধারে ধারে। উপজেলা-জেলা ছাড়িয়ে তদবিরে ঢাকায় ছুটছেন তারা।

নিজের পছন্দের প্রার্থীকে দলীয় টিকিট পাইয়ে দিতে মাঠে রয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন। এদের সবাই রাজধানীতে অবস্থান করে চেষ্টা তদবির করে যাচ্ছেন।

একাধিক প্রার্থী ও দলীয় বিভিন্ন সূত্র জানায়, অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার ১২ ইউনিয়নে ৭২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন। শুক্রবার (১ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার পরদিন ঢাকায় পাড়ি জমাতে শুরু করেন নেতারা।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো- এসবিকে, ফতেপুর, পান্তাপাড়া, স্বরুপপুর, শ্যামকুড়, নেপা, কাজিরবেড়, বাঁশবাড়িয়া, যাদবপুর, নাটিমা, মান্দারবাড়িয়া ও আজমপুর।

ইতোমধ্যে উপজেলার কাজিরবেড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, স্বরূপপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমানউল্লা হক, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, এসবিকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফান হাসান চৌধুরী নুথান, নেপা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম মৃধাসহ মনোনয়ন প্রত্যাশীরা তদবির চালিয়ে যাচ্ছেন।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, দলীয় মনোনয়ন জমা দিয়েছি। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে। নিজের কিছু কাজ থাকায় ঢাকায় অবস্থান করছি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, উপজেলার ১২ ইউনিয়নে ৭৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমার শেষ দিন পর্যন্ত ৭২ জন মনোনয়ন জমা দিয়েছেন। আমরা ঢাকাতে অবস্থান করলেও কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে কাজ করছি না।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Tag :

About Author Information
Update Time : ০৮:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১
১৮৪ Time View

মহেশপুরে নৌকা প্রতীক পেতে ঢাকায় প্রার্থীরা!

Update Time : ০৮:২২:৫২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক:

আগামী ১১ নভেম্বর দেশে ২য় দফায় ৮৪৮টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে প্রার্থী ঠিক করতে বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ।

ইউপি নির্বাচন ঘিরে ঝিনাইদহের মহেশপুরে ব্যস্ত সময় পার করছেন ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। সম্ভাব্য প্রার্থীরা ঘুরছেন দলের শীর্ষ নেতাদের ধারে ধারে। উপজেলা-জেলা ছাড়িয়ে তদবিরে ঢাকায় ছুটছেন তারা।

নিজের পছন্দের প্রার্থীকে দলীয় টিকিট পাইয়ে দিতে মাঠে রয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নবী নেওয়াজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ ও সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন। এদের সবাই রাজধানীতে অবস্থান করে চেষ্টা তদবির করে যাচ্ছেন।

একাধিক প্রার্থী ও দলীয় বিভিন্ন সূত্র জানায়, অনুষ্ঠিতব্য নির্বাচনে উপজেলার ১২ ইউনিয়নে ৭২ জন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দেন। শুক্রবার (১ অক্টোবর) উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম জমা দেয়ার পরদিন ঢাকায় পাড়ি জমাতে শুরু করেন নেতারা।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১২টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো- এসবিকে, ফতেপুর, পান্তাপাড়া, স্বরুপপুর, শ্যামকুড়, নেপা, কাজিরবেড়, বাঁশবাড়িয়া, যাদবপুর, নাটিমা, মান্দারবাড়িয়া ও আজমপুর।

ইতোমধ্যে উপজেলার কাজিরবেড় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা, বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, স্বরূপপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আমানউল্লা হক, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ইসমাইল হোসেন, ফতেপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, এসবিকে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আরিফান হাসান চৌধুরী নুথান, নেপা ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম মৃধাসহ মনোনয়ন প্রত্যাশীরা তদবির চালিয়ে যাচ্ছেন।

উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, দলীয় মনোনয়ন জমা দিয়েছি। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে। নিজের কিছু কাজ থাকায় ঢাকায় অবস্থান করছি।

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ জানান, উপজেলার ১২ ইউনিয়নে ৭৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও জমার শেষ দিন পর্যন্ত ৭২ জন মনোনয়ন জমা দিয়েছেন। আমরা ঢাকাতে অবস্থান করলেও কোনো প্রার্থীর পক্ষে-বিপক্ষে কাজ করছি না।

উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর ও ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।