জেলার মহেশপুর উপজেলায় ধান মাড়াই করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মনোরঞ্জন ঘোষ (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগের কারণে ধান মাড়াই মেশিন বিদ্যুতায়িত হয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।
শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত কান্তলাল ঘোষ একই গ্রামের কান্তলাল ঘোষের ছেলে।
নিহতের স্ত্রী জানান, সকালে নিজের জমির ধান মাড়াইয়ের জন্য মেশিনে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন।
স্থানীয় ইউপি সদস্য জাহিদ হাসান বলেন, মনোরঞ্জন ঘোষ নিজের ধান নিজেই মাড়াই করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশতঃ বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মহেশপুর থানার ওসি নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পারিবারিক ভাবে মরদেহের শেষকৃত্য সম্পন্ন হবে।
সবুজদেশ/এসএএস
নিজস্ব প্রতিবেদক: 




















