নিজস্ব প্রতিবেদক:
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎ চালিত কৃষি মটরের তারে জড়িয়ে রহিদুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার ভোররাতে উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত রহিদুল একই গ্রামের ছলেমান মন্ডলের ছেলে।
প্রতিবেশীরা জানান, গত শনিবার রাতের কোন এক সময় মটরের সুইস বন্ধ করতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। পরে ভোররাতে পরিবারের লোকজন খোঁজা-খুঁজির একপর্যায়ে মটরের পাশের কেনালের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রহিদুলের মৃত্যুর ঘটনা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।