সবুজদেশ ডেক্সঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ রোববার ভোর রাতে নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন। (ইন্নালিল্লাহি………… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৭৩) বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা-সন্তানসহ অসংখ্যা গুনগ্রাহী রেখেগেছেন। গতকাল রোববার দুপুরে যাদবপুর প্রগতি বিদ্যানিকেতন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার শেষে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজকে দাফন করা হয়। গার্ড অব অনার ও জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, সাবেক উপজেলা ডেপুটি কমান্ডার রবিউল আওয়াল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোশারফ হোসেন, মহেন্দ্রনাথ, আনসার আলী, শুকুর আলীসহ অসংখ্যা বীর মুক্তিযোদ্ধা। এদিকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজের মৃত্যুতের গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল, জেলা পরিষদ এম,এ আসাদ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দিন হামিদ,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ড.আব্দুল মালেক গাজি, মহেশপুর সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আবুল হোসেন লিটন,প্রেস ক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন,সাংবাদিক,অসীম মোদক,উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ নিজাম উদ্দীন আহম্মেদ জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন,উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মুকুল চৌধুরী, ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুণ অর রশিদ, জেলা পরিষ শেখ হাশেম আলী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদ সদস্য আশরাফুন্নাহার শিউলী,নাটিমা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, এস,বি,কে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা,যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ সালাউদ্দীন, পান্তাপাড়া ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, শ্যামকুড় ইউপি চেয়ারম্যান আমানউল্লাহ হক প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here