ঢাকা ১০:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর সরকারি কলেজের সামনের সড়কে শুক্রবার সকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সেজান আহম্মেদ মৃদুল (২৩) ও সিফাত হোসেন (১৮) নামে দুই ভাই। শনিবার সকালে ওই দুই ভাইয়ের মধ্যে সেজান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সিফাত।

পারিবারিক সুত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদীয়া নতুন বাজার এলাকার শিক্ষক সিরাজুল ইসলামের দুই ছেলে সেজান আহম্মেদ মৃদুল ও সিফাত হোসেন। দুই ভাই শুক্রবার মহেশপুরে নানা বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে পদ্মপুকুর সরকারি কলেজের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহীরা দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল দুটি। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন। এরপর তাদেরকে চিকিৎসার জন্য স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেজান আহম্মেদ মৃদুল। তবে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সিফাত হোসেন। সেজান আর সিফাত কোটচাঁদপুর সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে।

শনিবার বিকেলে সেজানের মরদেহ বাড়িতে আসার পর আহাজারিতে ভারি হয়ে আশপাশের এলাকা। সেজানকে একনজর দেখতে শতশত মানুষ ভীড় করেন তাদের বাড়িতে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নাই। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

সবুজদেশ/বাশার/এসএএস

Tag :
About Author Information

মহেশপুরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু

Update Time : ০৭:২০:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪

 

ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর সরকারি কলেজের সামনের সড়কে শুক্রবার সকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন সেজান আহম্মেদ মৃদুল (২৩) ও সিফাত হোসেন (১৮) নামে দুই ভাই। শনিবার সকালে ওই দুই ভাইয়ের মধ্যে সেজান চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সিফাত।

পারিবারিক সুত্রে জানা যায়, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের হরিণদীয়া নতুন বাজার এলাকার শিক্ষক সিরাজুল ইসলামের দুই ছেলে সেজান আহম্মেদ মৃদুল ও সিফাত হোসেন। দুই ভাই শুক্রবার মহেশপুরে নানা বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে পদ্মপুকুর সরকারি কলেজের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহীরা দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেল দুটি। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর হাসপাতালে রেফার্ড করেন। এরপর তাদেরকে চিকিৎসার জন্য স্বজনরা ঢাকা মেডিকেলে নিয়ে যান। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সেজান আহম্মেদ মৃদুল। তবে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে সিফাত হোসেন। সেজান আর সিফাত কোটচাঁদপুর সরকারি কলেজের ছাত্র বলে জানা গেছে।

শনিবার বিকেলে সেজানের মরদেহ বাড়িতে আসার পর আহাজারিতে ভারি হয়ে আশপাশের এলাকা। সেজানকে একনজর দেখতে শতশত মানুষ ভীড় করেন তাদের বাড়িতে।

এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, এ ধরনের ঘটনা আমার জানা নাই। তবে খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন তিনি।

সবুজদেশ/বাশার/এসএএস