সবুজদেশ ডেক্সঃ ব্র্যাক অফিসের সামনের রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া ব্যাগভর্তি ৯৭ হাজার টাকা মালিক কে ফেরত দিয়েছেন পুলিশ কনস্টেবল মুসা মিয়া। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম জানান রোববার সকালে ১১ টার দিকে মহেশপুর থানা পুলিশ কনস্টেবল মুসা মিয়া একটি ব্যাগ কুড়িয়ে পান।তিনি ব্যাগটি খুলে দেখতে পান টাকা, ব্যাংক চেক, জমির দলিল রয়েছে পরে তিনি ব্যাগসহ টাকা থানায় জমা দেন। তিনি আরো জানান দুপুর ১২টার দিকে টাকার মালিক মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের কুল্লা গ্রামের টিন ব্যবসায়ী আশরাফুল হকের খবর দেয়া হয় পরে তিনি টাকার পরিমাণ ব্যাংক চেক নাম্বার ও জমির দলিল এর বর্ণনা দিয়ে নিজের টাকা ফিরে পান। টিন ব্যবসায়ী আশরাফুল হক জানান আমি জমি ক্রয়ের জন্য ৯৭ হাজার টাকা নিয়ে খালিশপুর ব্যাংকে আরও টাকা তুলতে যাওয়ার পথে আমার টাকাসহ ব্যাগটি রাস্তায় পড়ে যায়। কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেয়ার সময় উপস্থিত ছিলেন মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল আলম, এস আই কামাল হোসেন,এস আই বাবু লাল বসু,পুলিশ কনস্টেবল মুসা মিয়া প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here