আহসান হাবীব মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহ মহেশপুর উপজেলার নেপা আন্তঃ দাখিল মাদ্রাসাই কৃমিনাশক সপ্তাহ ২০১৯ উপলক্ষে সোমবার সকালে মাদ্রাসা শিক্ষকরা নিজ হাতে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ান। ট্যাবলেট খাওয়ার আধা ঘন্টা পরে ১৫ জন ছাত্র ছাত্রী হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্য সবথেকে গুরুতর অসুস্থ হয়ে পড়েছে, তামান্না খাতুন অষ্টম শ্রেণীর ছাত্রী পিতা আঃ রশিদসা ,তারানা আফরোজ নবম শ্রেণী পিতা ওমর ফারুক,আবু নাইম তৃতীয় শ্রেণী পিতা মুনসুর আলী,নাসরিন পঞ্চম শ্রেণি পিতা সামছুল, সুমনা খাতুন চতুর্থ শ্রেণী পিতা স্বপন ,রাবেয়া খাতুন তৃতীয় শ্রেণি পিতা আঃ লতিফ, আখিতারার অষ্টম শ্রেণি পিতা আলমগী, সাথী আক্তার পঞ্চম শ্রেণি পিতা হক মন্ডল, বৃষ্টি খাতুন তৃতীয় শ্রেণীর পিতা আবু বক্কর, খাদিজা খাতুন পঞ্চম শ্রেণি পিতা রুহুল আমিন , আদরি খাতুন সপ্তম শ্রেণী পিতা মতিয়ার , শিলা আক্তার নবম শ্রেণী পিতা আব্দুর রহিম ,জান্নাতুল খাতুন নবম শ্রেণী পিতা মফিকুল । অসুস্থ শিক্ষার্থীদের বাড়ি নেপা ইউনিয়নের বিভিন্ন গ্রামে এ ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

একটি উত্তর ত্যাগ

Please enter your comment!
Please enter your name here