ঝিনাইদহের মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টাকালে নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার বিকালে বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
রোববার সকালে উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের কাঞ্চনপুর থেকে ৪ জন পুরুষ ও ৪ নারীকে আটক করা হয়। শনিবার রাতে খোষালপুর সীমান্তের মাইলবাড়ীয়া থেকে ৩ নারী ও ২ শিশুসহ সাতজনকে আটক করা হয়।
আটকরা হলেন- মাগুরা জেলার শালিখা থানার ছয়ঘরিয়া গ্রামের একিন মোল্যার ছেলে মিরাজ আলী, নড়াইল জেলার মাথাভাঙ্গা গ্রামের শফি উদ্দিনের ছেলে উজ্জল হোসেন, খুলনার দৌলতপুর থানার পূর্বপাবলার সোহাগ শিকদারের ছেলে শাকিল শিকদার, কুষ্টিয়া ভেড়ামারা থানার হালদারপাড়ার সাহাদেব কুমার বিশ্বাসের ছেলে সুব্রত বিশ্বাস, বাগেরহাট জেলার মোল্লাহাট থানার চাঁদেরহাট গ্রামের নারায়ণ মজুমদারের ছেলে নয়ন মজুমদার, ঢাকা মোহাম্মদপুর থানার জাফরাবাদের কালিপদ বালার ছেলে অশোক বালা।
তবে বিজ্ঞপ্তিতে আটক নারী ও শিশুদের নাম প্রকাশ করা হয়নি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকালে ৬০/২৯নং সীমানা পিলার হতে ৫০০ গজ ভেতরে বাঘাডাঙ্গা বিওপির কাঞ্চনপুর থেকে ৪ পুরুষ ও ৪ নারীসহ আটজন বাংলাদেশিকে আটক করা হয়। এর আগে শনিবার রাতে ৬০/১০৫ নং সীমান্ত পিলার হতে ৫০০ ভেতরে খোষালপুর সীমান্তের মাইলবাড়ীয়া থেকে ৩ নারী ২ পুরুষ ও ২ শিশুসহ সাতজনকে আটক করা হয়। আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
সবুজদেশ/এসইউ