ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ১২ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ছাড়া পৃথক অভিযানে ১৩৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ও শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এসব অভিযান চালানো হয়।
শনিবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন কুমিল্লাপাড়া, বাঘাডাংগা, পলিয়ানপুর এবং কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অপরাধে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মহেশপুর থানায় সোপর্দ করেছে বিজিবি।
এ ছাড়া শুক্রবার রাতে বেনীপুর বিওপির সদস্যরা হরিহরনগর গ্রাম থেকে ৪৫ বোতল ও নতুনপাড়া বিওপির সদস্যরা নতুনপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছেন।
মহেশপুর থানা পুলিশের ওসি ফয়েজ উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
সবুজদেশ/এসইউ