ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশী নাগরিকসহ মাদক জব্দ করেছে ৫৮ বর্ডার গার্ড (বিজিবি) । শুক্রবার বিভিন্ন সময় সীমান্তের গয়েশপুর, রাজাপুর, যাদবপুর, মাটিলা, খোশালপুর, বেনীপুর ও কুসুমপুর সীমান্তে অভিযান চালিয়ে এগুলো জব্দ করা হয়।
শুক্রবার (০৭ মার্চ) রাত ৯টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর সীমান্তের গয়েশপুর, রাজাপুর ও যাদবপুর এলাকা থেকে ৬ কেজি ভারতী গাজা ও যৌন উত্তেজক ট্যাবলেট আটক করা হয়। এছাড়া ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ উদ্ধার করা হয়।
এদিকে, খোশালপুর, বেনীপুর ও কুসুমপুর সীমান্তে অবৈধভাবে ভারতে পারাপারের সময় ৮ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়।
আটককৃতরা হলেন, নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার লক্ষীপাশা গ্রামের মফিজুর রহমানের ছেলে সুজন শেখ, একই উপজেলার টোনা গ্রামের তাঁরা সরদারের ছেলে ইমরান সরদার, খুলনার দৌলতপুর উপজেলার মানিকতলা গ্রামের জালাল মোল্লার ছেলে মিলন মোল্লা, কুমিল্লার তিতাস উপজেলার ভাটিবন্দ গ্রামের আব্দুল মজিদের ছেলে সেলিম হোসেন, একই উপজেলার ভাটিবন্দ গ্রামের ফজলু মিয়ার ছেলে হযরত আলী, খুলনার দিঘলিয়া উপজেলার মহিষদিয়া গ্রামের ছাদিক শেখের ছেলে কামাল শেখ। আটককৃতদের মধ্যে দুই জন নারী রয়েছে।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যেমে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সবুজদেশ/এসইউ