ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আহাদ আলী (১৭) নামে এক ভারতীয় যুবককে আটক করেছে বিজিবি। এছাড়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার করেছে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়ন।
শনিবার (৮ মার্চ) ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আটক ভারতীয় নাগরিক আহাদ আলী দিল্লির গাজিয়াবাদ থানার গাজিয়াবাদ রেলওয়ে স্টেশন গ্রামের মৃত বাঁশফিতরের ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার দুপুরে মাটিলা বিওপির সদস্যরা কোদলা নদীর তীরবর্তী এলাকায় অভিযান চালায়। মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ভারতীয় ওই নাগরিককে আটক করে বিজিবি।
এছাড়া নতুনপাড়া ও গয়েশপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ১১৪ বোতল ভারতীয় মদ ও ৫৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মাদক বিজিবির স্টোরে সংরক্ষিত আছে।
মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
সবুজদেশ/এসএএস