ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারীসহ ৯ বাংলাদেশি আটক

 

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩ জন নারী। এ ছাড়া পৃথক অভিযানে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর সীমান্তে বাঘাডাঙ্গা, লড়াইঘাট ও খোশালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

এদিকে সীমান্তের বেনীপুর ও যাদবপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ৯ জনের মধ্যে ৩ জনকে যশোরে জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি ৬ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। আইনগত অন্যান্য প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সবুজদেশ/এসইউ

জনপ্রিয়

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশকালে নারীসহ ৯ বাংলাদেশি আটক

Update Time : ১০:৩৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫

 

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৯ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। আটককৃতদের মধ্যে ৩ জন নারী। এ ছাড়া পৃথক অভিযানে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশপুর সীমান্তে বাঘাডাঙ্গা, লড়াইঘাট ও খোশালপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ৯ বাংলাদেশিকে আটক করে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন।

এদিকে সীমান্তের বেনীপুর ও যাদবপুর বিওপি পৃথক অভিযান চালিয়ে ২১৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে।

মহেশপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা বলেন, আটক ৯ জনের মধ্যে ৩ জনকে যশোরে জাস্টিস এন্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। বাকি ৬ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করা হয়েছে। আইনগত অন্যান্য প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে।

সবুজদেশ/এসইউ